
২য় বারের মতো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ(ইশার) এর কেন্দ্রীয় শূরা সদস্য নির্বাচিত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আনোয়ার হোসেন মঞ্জু।
২৪ ডিসেম্বর ২০২৫ সেশনের ইশার কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আনোয়ার বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
তিনি কেন্দ্রীয় কমিটিতে জায়গা মহান আল্লাহতায়লার নিকট শুকরিয়া আদায় করেন। তার কর্মপরিকল্পনা নিয়ে তিনি বলেন,
গনঅভ্যুত্থান পরবর্তী এই সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নৈতিক চরিত্র গঠন, লিডারশীপ ট্রেনিং,ইসলামপন্থী হওয়া কেন গুরুত্বপূর্ণ এবং দেশ শাসনে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে ইসলামপন্থীদের ক্ষমতায় নেওয়ার প্রয়োজনিয়তা, এ বিষয়গুলো নিয়ে কাজ করার দীর্ঘমেয়াদী আমার পরিকল্পনা রয়েছে। যেহেতু সুযোগ এসেছে তাই সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।##
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.