
জামালপুরে ১৪৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় ট্রাক চালক ও হেলপার সহ ৩ জন কে আটক করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর শহরের ডাকপাড়া পি. এন. জেড. ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়েছে । জানা গেছে আটককৃত জিরার আনুমানিক বাজার মূল্য ত্রিশ লক্ষ পয়তাল্লিশ হাজার) টাকা।
আটককৃতরা হলেন, শেরপুর পৌরসভার দুর্গাপুর নারায়নপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মাহমুদুল হাসান লিখন (৩৬), শেরপুর জেলার নকলা উপজেলার উরফা শিমুলতলী গ্রামের আবু তাহেরের ছেলে রাকিব মিয়া (২০) এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ঝল জ্বলিয়া গ্রামের হারেজ আলীর ছেলে মুস্তাক আহমেদ (২৪)। জামালপুর ডিবি ১ এর অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুজ সাকিব বলেন, জামালপুর জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাচালান ব্যবসার কথা স্বীকার করেছে এবং তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.