
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার সকাল ৯টায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরফ্যাশন টাওয়ার সংলগ্ন ব্রজ গোপাল টাউন হলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মদ আলী আজগর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ এর সঞ্চালনায় জেলা সম্মেলন-২০২৫ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দাওয়াহ ও দপ্তর সম্পাদক মুহাম্মদ ইবরাহীম খলিল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শূরা সদস্য ও ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ আবু জাফর,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি রাসেল আহমেদ,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক এইচ এম হাছনাইন, সদস্য জিহাদুল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার আওতাধীন সকল থানার সভাপতি, সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল, সদস্যরা। জেলা সম্মেলনে ২০২৫ সেশনের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর এর নির্দেশনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দাওয়াহ ও দপ্তর সম্পাদক মুহাম্মদ ইবরাহীম খলিল নতুন কমিটি ঘোষণা করেন।
ভোলা জেলা দক্ষিণ শাখার ২০২৫ সেশনের জন্য সভাপতি হিসেবে মুহাম্মাদ আলী আজগর, সহ-সভাপতি হিসেবে জোবায়ের আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম মনোনীত হয়েছেন। নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার আওতাধীন সকল থানার নেতাকর্মীরা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.