
আজমিরীগঞ্জে এক অজ্ঞাতনামা মহিলার মরদেহ উদ্ধার করেছে পুুলিশ। কিন্তু উদ্ধারের ২৩ ঘন্টা পর ও মিলেনি পরিচয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় পৌর সভাধীন নৌ-টার্মিনালের পরিত্যক্ত টয়লেট থেকে মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে।
জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভাধীন নৌ-টার্মিনাল এলাকায় বেশ কিছুদিন ধরে দূর্গন্ধ বাতাসে ভেসে আসে। এতে আশপাশের লোকজনের মাঝে অস্বস্তি সৃষ্টি হয়। বিষয়টি আশপাশের এলাকায় চাওর হয়। এদিকে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় থানার অফিসার ইনচার্জ এবিএম মাঈদুল হাছানের নির্দেশনায় ঘটনাস্থলে ছুঁটে আসে পুুলিশ।
পুুলিশ জানায়, পৌরসভার বাঁশমহল সংলগ্ন পরিত্যক্ত টয়লেট ভিতর এক অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া যায়। যার বয়স অনুমান ৫৮ বছর। গায়ের রং কালো , পড়নে হলুদ রংগের ছাপা প্রিন্টের শাড়ি। মৃতের সমস্ত শরীরে পোকায় আবৃত। লাশ থেকে প্রচুর দুর্গন্ধ নির্গত হচ্ছে। উক্ত লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে আসা হয়। মৃতের মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ এবিএম মাঈদুল হাছান জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃতের পরিচয় সনাক্তের চেষ্টা অব্যাহত আছে, জেলার বিভিন্ন থানায় ছবি দেওয়া হয়েছে এবং বিভিন্ন সোস্যালমিডিয়ায় পত্র পত্রিকায় দেওয়া হয়েছে, এখন পর্যন্ত পরিচয় মেলেনি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.