
দক্ষিণ জেলা ব্যবসায়ী ফোরাম গঠন উপলক্ষে এক সভা গত বৃহস্পতিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্রগ্রাম দক্ষিণ জেলার জামায়াতে ইসলামির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মো. জাকারিয়া।
প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামির আমীর আনোয়ারুল আলম চৌধুরী। বক্তব্য দেন, দক্ষিণ জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাসের। সভা শেষে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীকে সভাপতি ও সৈয়দ আব্দুল কাইয়ুমকে সেক্রেটারি করা হয়। এছাড়া এনামুল হক চেয়ারম্যানকে সহ-সভাপতি, কাজী মোহাম্মদ জসিম উদ্দিনকে বাইতুলমাল সম্পাদক এবং মো. মহিউদ্দিনকে প্রচার ও অফিস সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়।
সভাপতি ইব্রাহিম চৌধুরী বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসা সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করবে এ কমিটি। সর্বোপরি সৎ ও আদর্শবান ব্যবসায়ী তৈরীর কার্যক্রম পরিচালনা করতে নতুন এ কমিটি ভূমিকা পালন করবে। আগামীতে নতুন কমিটি বসে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। আগামীতে উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.