
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ভোরে ভুট্টাক্ষেতের গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজনরা। মঙ্গলবার উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দা গ্রামে ভুট্টাক্ষেতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, রংপুর পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের মোঃ মফিল উদ্দিন ওরফে মকবুল হোসেন পুত্র মোঃ আল আমিন ইসলামের পৈত্রিক সূত্রে পাওয়া জেলা- গাইবান্ধা, থানা- সুন্দরগঞ্জ, মৌজা- খোদ্দা, জেএল নং -৫৮৯, দাগ নং ১৩৫৯, জমি পরিমান -৩২, খতিয়ান নং-৫৮৯, ২৬ শতক জমিতে দীর্ঘদিন ধরে ফসল আবাদ করে আসছেন। কিন্তু সম্প্রতি তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের প্রভাবশালী মৃত আব্দুল গফফার ছেলে আজিজার রহমান, আজিজার রহমান ছেলে মুরসালিন মিয়া, সোনারায় গ্রামের মৃত মফিল উদ্দিন ছেলে মুকুল মিয়া ও সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের তফর উদ্দিন ছেলে সাইফুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। তারা জোরপূর্বক শত্রুতার জেরধরে জমি ভোগদখলের জন্য পাঁয়তারা, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ বিরোধের জেরে মঙ্গলবার ভোরে আজিজার রহমান গং ২৬ শতক জমিতে আবাদ করা ৪০ দিন বয়সের ভুট্টার গাছ কেটে জমিতে ফেলে রেখে যায়।
ভুক্তভোগী আল আমিন জানান, আজিজার রহমান গং এর সঙ্গে দীর্ঘদিন ধরে তার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনাস্থলের জমিতে তিনি দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন। সেখানে ভুট্টা গাছ ছিল।
কিন্তু কেন এ ঘটনা? এ বিষয়ে আল আমিন আরও জানান, বিভিন্ন সময়ে নানাভাবে ওই জমি বহুদিন ধরে জোরপূর্বক অবৈধ ভাবে দখলের পায়তারা করে আসছিল। ভয়ভীতি দেখিয়ে দখল নেয়ার চেষ্টাও করেছে। ভুট্টা গাছ কাটার পেছনেও তারা জড়িত। আমার ২৬ শতাংশ জমির ভুট্টার ক্ষেত কেটে ফেলেছে। এতে আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.