
জুলাই-আগস্ট মাসে ছাত্র–জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে পদ্ধতিগত সহজিকরণ ও নিয়ম শিথিলের সিদ্ধান্ত নিয়েছে রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি সপ্তাহেই এ বিষয়ে এনবিআর থেকে আদেশ দেয়া হতে পারে বলে জানা গেছে।
জানা গেছে, সরকার ও বিভিন্ন দিক থেকে পাওয়া আর্থিক সহায়তা দিয়ে যদি শহীদ পরিবারের কেউ সঞ্চয়পত্র কেনেন, তবে তার জন্য রিটার্নের প্রাপ্তি স্বীকার জমার কোনো বাধ্যবাধকতা থাকবে না। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) না থাকলেও দুই লাখ বা তারও বেশি টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন শহীদ পরিবার।
তবে সঞ্চয়পত্র কেনায় সাধারণ নিয়ম মানতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নমিনির এনআইডির ফটোকপিসহ প্রয়োজনীয় কাগজ জমা দিতে হবে। বিনিয়োগের পরিমাণ দুই লাখ টাকার মধ্যে হলে নগদে পরিশোধ করা যাবে, তবে দুই লাখ টাকার বেশি হলেই তা পরিশোধ করতে হবে ব্যাংকের চেকের মাধ্যমে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.