
হঠাৎ নিষিদ্ধ ঘষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে জেলা ছাত্রলীগের ব্যানারে নেতাকর্মীরা। শুক্রবার রাত ১০ টার দিকে কুমিল্লা-সিলেট বাইপাস সড়কে মিছিলটি করে। এসময় ছাত্রলীগের জন্মদিনের শুভেচ্ছা, শেখ হাসিনা ফিরবে দেশে ও সাবেক গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর মুক্তির স্লোগান দেয় মিছিলকারীরা।
এর প্রতিবাদে পাল্টা মিছিল নিয়ে বের হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল। রাত ১১ টার দিকে, জেলা ছাত্রদলের আহবায়ক শাহীনুর রহমান শাহীন ও সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে শহরের কুমারশীল মোড় এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্তরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদল নেতাকর্মীরা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.