
ভোলার তজুমদ্দিনে পতিত আওয়ামিলীগ সরকারের আমলে সরকারি খাস জমিতে প্রভাব খাটিয়ে বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতির বিরুদ্ধে। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থায় ব্যাঘাতসহ অর্ধশতাধিক পরিবারের যাতায়াতে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা।
এ বিষয়ে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ দায়ের করেন রফিজল নামের এক ভুক্তভোগী।
সরেজমিন তদন্ত ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সোবাহান চৌকিদারের বাড়ি সংলগ্ন এসএ ১নং খতিয়ানের ১৯৩৫নং দাগের খাস জমিতে জোরপূর্বক বাড়ি বানিয়ে থাকছেন ওই ওয়ার্ডের শ্রমিক লীগ সভাপতি ফরিদ উদ্দিন।
এতে একদিকে যেমন বিঘ্নিত হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা অন্যদিকে ব্যাহত হচ্ছে গ্রামের শত শত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বাড়ি নির্মাণকালে স্থানীয় লোকজন বাধা দিলে নিয়মনীতির তোয়াক্কা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তৈরি করেন দেয়াল ঘর।
পতিত আওয়ামিলীগ সরকারের আমলে ফরিদ উদ্দিনের ভয়ে কেউ অভিযোগ দিতে সাহস করেনি বলে জানান রফিজলসহ স্থানীয়রা। তারা দ্রুতই সরকারি জমি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।
অভিযুক্ত শ্রমিক লীগ নেতা ফরিদ উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি খাস জমিতে ঘর নির্মাণের বিষয়ের সত্যতা স্বীকার করে বলেন, এর পূর্বেও অনেক সাংবাদিক এসেছে, বহু তদন্ত হয়েছে এবং এগুলো মিটমাট করে এসেছি। এক পর্যায়ে তিনি সাংবাদিককে ম্যানেজ করার চেষ্টাও করেন।
অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথের কাছে জানতে চাইলে, তিনি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.