বিশেষ প্রতিনিধি

রাজধানীর খিলক্ষেত থানার আওতাধীন আশিয়ান সিটি প্রকল্পের নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ,স্থানীয়দের জমি জোর পূর্বক দখল করে বালু ভরাট করে তারা। এতে বাধা দিতে গেলে,কবির দেওয়ান ও কাউছার দেওয়ান সহ অন্যান্য লোকজনের উপর এলোপাথাড়ি হামলা চালায়, আসিয়ান সিটির সন্ত্রাসী বাহিনী।

জানা যায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) অন্যের জমিতে জোর পূর্বক বালু ভরাট করার সময় আশিয়ান সিটির সন্ত্রাসী বাহিনীকে বাঁধা দেয় কবির দেওয়ান এবং কাউসার দেওয়ান। ক্ষিপ্ত হয়ে আসিয়ান সিটির সন্ত্রাস বাহিনীর সদস্য ফাহিম ভূঁইয়া, রায়হান মোল্লা, জিহান ভূঁইয়া সহ আরো নাম না জানা ১০-১২ জন রামদা এবং আগ্নেঅস্ত্র নিয়ে কবির দেওয়ান এবং কাউসার দেওয়ানের উপর হামলা করে।

আশিয়ান সিটির সন্ত্রাসীরা ঘটনাস্থলে কাউসার দেওয়ানকে কুপিয়ে হত্যা করে এবং কবির দেওয়ান সহ আরো অনেকে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়। জানা যায় রামদায়ের আঘাতে কবির দেওয়ানের হাত ও ঘাড় ক্ষত-বিক্ষত হয়ে যায়। বর্তমানে কবির দেওয়ান এভার কেয়ার হাসপাতাল আশংকা জনক অবস্থায় ভর্তি আছেন। ডাক্তার জানান ঘাড়ের রগ কেটে গিয়েছে, অবস্থা আশঙ্কাজনক মুক্ত হয়নি।

এ ঘটনায় এলাকাবাসী ও কবির দেওয়ানের বড় ভাই খাইরুল ইসলাম দেওয়ান প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন। এবং আশিয়ান সিটির মালিক সহ, আশিয়ান সিটির সন্ত্রাসী বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।