
জুলাই ঘোষণাপত্র জারি এবং ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সাংগঠনিক বিষয় নয়, এর সঙ্গে আমাদের পুরো জনগোষ্ঠির বর্তমান এবং ভবিষ্যৎ নিরাপত্তা ও অস্তিত্ব নির্ভরশীল উল্লেখ করে অতিসত্বর জুলাই ঘোষণাপত্রের তারিখ প্রকাশের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে জুলাই ঘোষনাপত্র নিয়ে সরকারি উদ্যোগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন নেতারা এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, জুলাই ঘোষণাপত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সাংগঠনিক বিষয় নয়, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন এই দাবি জানিয়ে দেশ ও জনগোষ্ঠির প্রতি তাদের কমিটমেন্ট রক্ষা করেছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.