
বাংলাদেশের সংবিধানে ‘প্রজাতন্ত্র’ ও ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ এর পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ ও ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ নাম চালুর প্রস্তাব করেছে অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন। এছাড়াও ‘বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি’ বিধানটি বিলুপ্তের সুপারিশও করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) সংবিধান সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে সংস্কারের সুপারিশসংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। তাদের প্রস্তাবিত সুপারিশে এসব পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে।
একই সাথে সংবিধানের বর্তমান চার মূলনীতির মধ্যে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিয়ে গণতন্ত্রের সাথে নতুন চারটি মূলনীতি অন্তর্ভুক্ত করার প্রস্তাবও করেছে সংস্কার কমিশন।
তাদের সুপারিশকৃত মূলনীতিগুলো হলো- সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র।
এছাড়াও সরকার ও জাতীয় সংসদের মেয়াদ চার বছর, প্রধানমন্ত্রী পদে দুই বারের বেশি না থাকা, সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২১ বছর করার সুপারিশও করেছে এই কমিশন। এছাড়া সংসদে বিরোধী দল থেকেও ডেপুটি স্পিকার সংযুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
অর্থবিল ছাড়া সবক্ষেত্রে সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবে বলেও সুপারিশ করেছে সংস্কার কমিশন। রাষ্ট্রপতির মেয়াদ ধরা হয়েছে চার বছর। সংবিধান সংশোধন করতে দুই কক্ষে ভোট করারও প্রস্তাব করা হয়েছে কমিশনের সুপারিশে।
এ দিন সংবিধান সংস্কার কমিশন ছাড়াও আরও তিনটি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। বাকি তিনটি কমিশন হলো নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.