
"সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ, নৈতিকতা সমৃদ্ধ সমাজ" এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার ২১ জানুয়ারি বাদ আছর হইতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাচারী মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী, (যুব বিভাগ) ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামী (যুব বিভাগ), ফুলবাড়ী উপজেলার শাখার সভাপতি মাস্টার মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে রক্ষার লক্ষ্যে এক বিশাল যুব সমাবেশ ও মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী,প্রধান আলোক ছিলেন, জেলা যুব ও ক্রিয়া বিভাগের সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ। আরো বক্তব্য রাখেন উপজেলা যুববিভাগের সেক্রেটারি রোকনুজ্জামান রতন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ফুলবাড়ী ইউনিয়ন যুববিভাগের সভাপতি সাবেক ছাত্র নেতা শাহজামাল শাওন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের বিএসসি। যুববিভাগের উপজেলা অফিস ও অর্থ সম্পাদক আব্দুল হালিম রানার সঞ্চালনা ও পরিচালনায় নাওডাঙ্গা ইউনিয়ন যুববিভাগের সভাপতি জাইদুলের কুরআন তেলোয়াতের মাধ্যমে ও ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মিরাজ হোসেন এর শুভেচছা বক্তব্যর মাধ্যমে উক্ত সমাবেশ শুরু হয়। সমাবেশ শেষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ইসলামী সংগীত অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন সুর সম্রাট মশিউর রহমান। বক্তব্যে ফুলবাড়ীতে মাদকের ছড়াছড়ি বেশি হয়েছে, এই মাদকের করাল গ্রাস থেকে ফুলবাড়ীর উদীয়মান যুবকদেন রক্ষা করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.