বিজয় কর রতন
অষ্টগ্রামে বোরো ফসলি জমি দখলকে কেন্দ্র করে বুধবার দুপুরে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কাওসারুল আলম কাসিদ ও উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আলী রহমানের মধ্যে দু পক্ষের সংঘর্ষে আহত ২০ ও গ্রেফতার ৩জন।
জানা যায় অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের শেখেরহাটির এলাকার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কাওসারুল আলম কাউছ অন্যদিকে অষ্টগ্রাম উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আলী রহমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এতে উভয় পক্ষের তাইজুল(২৬) এমদাজুল(৪০) আলী রহমান(৪৭) মন্টি খান(৩২) আলী আজহার খান(৬৩) সিপত খান(৪৫) আবুল খাঁ(৩৫) হেলিম খা(৩০) সাখাইন(২৫) জাবেদ(২৭) জালাল(৩৫) ছট্ট মিয়া(৪০) এংরাজ(৬০) বিশাল(১৭) সহ ২০জন আহত হলে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
এতে আরো জানা যায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা কাওসারউল আলম কাউস সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ একই এলাকার আলী রহমান গং এর জমি ভোগদখল করে আসছেন।
এ নিয়ে এলাকাবাসী তাদের জমি দখল করতে গেলে উভয়পক্ষে এবং সংঘর্ষের সৃষ্টি হয়।এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ নির্দেশে এস আই মোশারফ পুলিশটিম নিয়ে ঘটনার ঘটনারস্থল পরিদর্শন করেন এবং জালাল মিয়া, চটটু মিয়া, বিশালকে গ্রেফতার করেন। এ ব্যাপারে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি অভিযোগ চলমান।

