
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় প্রয়োজনীয় গ্যাস সরবরাহের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কারখানার শ্রমিক কর্মচারীরা। বুধবার সকালে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক কর্মচারীরা এ মানববন্ধন ও সমাবেশ করেন।এ সময় প্রধান ফটক দিয়ে কারখানা থেকে সার সরবরাহ বন্ধ ছিল।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: বজলুর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মো: আবু কাউসার এর সার্বিক পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিবিএ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো:আব্দুল বারেক,সিনিয়র সহ সভাপতি মো: আক্তার হোসেন,অফিসার্স ওয়েলফার এসোশিয়েশনের মো: জহিরুল ইসলাম,ডিপুটি চিফ ইঞ্জিনিয়ার মো: আব্দুল হান্নান প্রমুখ।
এ সময় এএফসিসিএল সিবিএর অন্যান্য কর্মকর্তা সহ সর্বস্তরের শ্রমিক,কর্মচারী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কারখানার শ্রমিক-কর্মচারীরা জানান, কারখানা টি বিগত ৯ মাস উৎপাদন বন্ধ থাকার পর, ২০ জানুয়ারী থেকে কারখানা চালু করতে চাইলে প্রয়োজনীয় গ্যাসের প্রেসার না থাকায় ইউনিয়া সার উৎপাদন বন্ধ হয়েগেছে। এতে প্রতিদিন প্রায় ২ কোটি টাকা আর্থিক ক্ষতি হচ্ছে। কারখানার উৎপাদন বন্ধ থাকায় কারখানার যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। তাই কারখানাকে বাচাঁতে শ্রমিক-কর্মচারীগণ আন্দোলনে নেমেছে। তাদের এই দাবি না মানা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন তারা। উল্লেখ্য, আশুগঞ্জ সার কারখানা থেকে প্রতিদিন ১২শ মেট্রিকটন ইউনিয়া সার উৎপাদন হয়। এই সার ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ সহ দেশের ৮ জেলায় সার সরবরাহ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.