মোঃ আশিকুর রহমান
আনন্দমুখর পরিবেশে আজমিরীগঞ্জ প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩১শে জানুয়ারি রোজ শুক্রবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।এতে ৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন স্বপন বণিক।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফরহাদ চৌধুরী পেয়েছেন ৪ ভোট এবং শেখ আমির হামজা পেয়েছেন ৩ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে আবু হেনা ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রার্থী কামরুল হাসান কুহিন ৬ ভোট এবং শরিফ উদ্দিন পেশোয়ার ১ ভোট পেয়েছেন।কমিটিতে সহ-সভাপতি পদে আমিনুল ইসলাম মোছাব্বির বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। যুগ্ন সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে সন্জিব রায় চক্রবর্তি ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রার্থী বি কে ব্যানার্জি ৪ ভোট পেয়েছেন। ও দপ্তর সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাজুল ইসলাম মোজাহিদ বিজয়ী হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল রানা , নির্বাহী সদস্য দ্বিপেন্দ্র সুত্রধর, জোনাইদ আলহাবিব, আবুল খায়ের মাহদী। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার চেীধুরী মোহাম্মদ ফরিয়াদ কমিশনার শরিফ উদ্দিন আহমেদ চৌধুরী ও খালেদুর রশিদ ঝলক ধন্যবাদ জানিয়েছেন সাধারণ ভোটাররা। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও ধন্যবাদ জানিয়েছেন তারা।
এদিকে নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক, এর সঙ্গে মুঠোফোন আলাপ করলে তাহারা আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নির্বাচিত পরিষদ আজমিরীগঞ্জ প্রেসক্লাবের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা রাখেন।
প্রেসক্লাবের উন্নয়নে নির্বাচিত পরিষদকে সর্বাত্মক সহযোগিতা করবেন তাহারা আর ও বলেন সংবাদ কর্মিদের পাশে থেকে , সুষ্ঠু ও সুন্দর সংবাদ পরিবেষণ করা যে সংবাদ পরিবেষণ করলে সমাজের উন্নয়ন হবে।

