
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জানান, ছাত্র-জনতার আন্দোলনে নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতরা ‘জুলাই যোদ্ধা’ নামে স্বীকৃতি পাবেন।
উপদেষ্টা জানান, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা ‘জুলাই শহীদ’ নামে খ্যাত হবেন। এই নিরিখে সনদ ও পরিচয়পত্র পাবে নিহতদের পরিবার। যারা আহত হয়েছেন, তারা ‘জুলাই যোদ্ধা’ নামে খ্যাত হবেন। এই নিরিখে তারা পরিচয়পত্র পাবেন এবং অন্যান্য সরকারি সুবিধাদি পাবেন। আজীবন চিকিৎসা সুবিধা পাবেন। তারপর তারা ভাতাও পাবেন।
তিনি জানান, আহতদের তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এই ক্যাটাগরি করছে। ‘এ’ ক্যাটাগরির যোদ্ধারা এককালীন ৫ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। ‘বি’ ক্যাটাগরির যোদ্ধারা এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা ভাতা পাবেন। আর ‘সি’ ক্যাটাগরির যোদ্ধারা পুনর্বাসন ও সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।
উপদেষ্টা বলেন, নির্বাচিত সরকার আসবে জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে। তারা নিশ্চয় এই অধিদফতরের কার্যক্রম চালিয়ে যাবেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.