
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসবকে ঘিরে দিনভর ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ প্রাঙ্গন ছিলো উৎসবমুখর পরিবেশ। আয়োজনে ছিলো বসন্তবরণ, পিঠা উৎসব, উদ্যোক্তা মেলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. সামছুল ইসলাম। এতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চাকরির দিকে না তাকিয়ে উদ্যোক্তা হওয়ার আহবান জানান। পাশাপাশি তরুণ প্রজন্মকে নতুন দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে বলেন।
অধ্যক্ষ (চলতি দায়িত্ব) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ, কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.