
জামালপুর জেলা পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা,জামালপুর মহোদয় মেলান্দহ থানা আকস্মিক পরিদর্শন করেন। পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। জামালপুর জেলার একটি টিম হিসেবে উপস্থিত সকল অফিসারদের ‘জনগণের সেবায়’ সর্বদা আন্তরিকতার সাথে কাজ করার প্রতি আহবান জানান।
এর আগে পুলিশ সুপার মেলান্দহ থানায় পৌঁছালে মেলান্দহ থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুল ইসলাম, তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচছা জানান। এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার(মাদারগঞ্জ সার্কেল),জামালপুর; জনাব মোঃ নাজমুস সাকিব, (ওসি ডিবি), জামালপুরসহ অন্যান্য অফিসারবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.