
ট্রানজিটের নামে একতরফা সুবিধা নিয়েছে ভারত উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত সরকার ক্ষমতায় টিকে থাকতে ভারতের সেবা দাসে পরিনত হয়েছিল। কিন্তু এখন ভারতের সাথে করা সকল একতরফা চুক্তি পুনর্বিবেচনা করা প্রয়োজন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সময়ের প্রয়োজনে ভারতের সাথে বন্ধুত্বের সম্পর্কটিও পুনর্বিবেচনা আহ্বান জানান তিনি।
তিস্তার পানির ন্যয্য হিস্যা বাংলাদেশের মানুষের অধিকার উল্লেখ করে তারেক রহমান বলেন, এটা কোনো করুনা নয়, মানুষের প্রাপ্য, তবে এখন ন্যয্য প্রাপ্যের জন্য আন্দোলন করতে হচ্ছে। পানি নিয়ে অপ্রতিবেশিমূলক আচরণ করছে ভারত। বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহ বাধাপ্রাপ্ত করেছে তারা। যদি ভারত পানির ন্যায্য হিস্যা না দেয় তাহলে দেশের জনগণের স্বার্থে তিস্তা সমস্যা সমাধানে নিজেদেরকেই পথ খুঁজে নিতে হবে।
তিনি বলেন, বাংলাদের জনগন নয়, স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে ভারত।
আন্তর্জাতিক উদ্যোগের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সকল উদ্যগ নেবে বিএনপি।
সরকারের কোন হঠকারিতার সুযোগে পতিত স্বৈরাচার যেন সুযোগ না পায় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, উপদেষ্টাদের বক্তব্য পলাতক স্বৈরাচারদের পথ সুগম করে দেয়। এজন্যই নির্বাচনে রোডম্যাপ চেয়েছি।
জাতীয় নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, পাশে থাকতে হবে সবাইকে, সবার সমর্থন থাকলে আগামীতে দেশের সমস্যা সমাধানে কাজ করবে বিএনপি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.