
আজমিরীগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উপলক্ষে আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন করা হয়। শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) বেলা ১০:০০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সহকারী শিক্ষা অফিসার হাসিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবিড় রঞ্জন তালুকদার ।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম, এ সময় উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মোর্শেদ সরকার ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা সহ বিভিন্ন স্কুল হতে আগত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। উপস্থিত বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলধরেন। পরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.