মোঃ হাছনাইন
তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২৫ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে তজুমদ্দিন উপজেলা শহীদ মিনারে ১২.০১ মিনিটের সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এরপরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ কুদ্দুস ।

আরো পুষ্পস্তবক অপর্ন করেন তজুমদ্দিন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, তজুমদ্দিন ফায়ার স্টেশন এন্ড সিভিল সার্ভিসের অফিসার মোখলেছুর রহমানের নেতৃত্ব দমকলকর্মীগণ,তজুমদ্দিন উপজেলা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিপন ও সাধারণ সম্পাদক ফুয়াদ মুজাহিদ এর নেতৃত্বে সাংবাদিকগণ , তজুমদ্দিন কোস্ট ফাউন্ডেশন চাঁদপুর শাখার ম্যানেজার মোঃ ফরিদ উদ্দিনের নেতৃত্বে কর্মকর্তাগণ, তজুমদ্দিন উপজেলা পল্লী বিদুৎ অফিস কর্মকর্তারা। ভাষা শহীদদের স্মৃতির প্রতি প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

পরবর্তীতে শুক্রবার সকাল ৭.৩০ মিনিটের সময় প্রভাতফেরি শেষে ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তজুমদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তামোঃ ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শুভদেব নাথ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা মিন্টু, আহ্বায়ক তজুমদ্দিন উপজেলা বিএনপি, মাওলানা মোঃ আবদুর রব,আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, তজুমদ্দিন উপজেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ গোলাম সরোয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন খেলাফত মজলিস তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আবদুর রাজ্জাক, ওমর আসাদ রিন্টু, সদস্য সচিব বিএনপি তজুমদ্দিন উপজেলা শাখা, নাগরিক অধিকার পরিষদ এর তজুমদ্দিন উপজেলা শাখার সমন্বয়ক মোঃ হাসনাইন তানভীর, চাঁদপুর নুরিয়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তজুমদ্দিন উপজেলা শিক্ষক পরিষদের সভাপতি মোঃ আমিনুর রহমান, তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম সাদী, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইদুল হক মুরাদসহ অন্যান্যরা।