
পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে সড়ক যানজটমুক্ত রাখতে অভিযানে নামলেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাদি। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে বাসস্ট্যান্ড এলাকায় তিনি এ অভিযান চালান। দেখা যায়, ফুটপাত এমনকি মহাসড়ক দখল করে ব্যবসা করছেন এক শ্রেণির ভাসমান ফেরিওয়ালা বা ক্ষুদ্র ব্যবসায়ী। এতে যানজটের সৃষ্টি হচ্ছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে কোন পথচারী যাতে কোন রকম হয়রানি বা পেরেশানিতে না পড়েন, নির্বিঘ্নে চলাচল করতে পারেন, যান চলাচলে কোন সমস্যা না হয় সেজন্য অভিযানে নামেন ওসি। পরে উনার প্রচেষ্টায় ফুটপাতকে উন্মুক্ত করে দেওয়া হয় চলাচলের জন্য। এসময় ফুলপুর থানার আরও বেশ কয়েকজন পুলিশ অফিসার উনার সাথে উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.