
চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ২নাং ওয়াড হার্রদা ও মীর পাড়া বাইতুল সালাম জামে মসজিদ মীর পাড়া যুব সমাজ থেকে ইফতারি আয়াজন করা হয়। অনুষ্ঠান টি আয়াজন করা হয় হার্রদা ও মীর পাড়া বাইতুল সালাম জামেমসজিদ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আবু জাফর, সভাপতি, হার্রদা ও মীর পাড়া বাইতুল সালাম জামেমসজিদ, শেখ সামাদুল ইসলাম, সাধারণ সম্পাদক হার্রদা ও মীর পাড়া বাইতুল সালাম জামে মসজিদ, তিনি বলেন আজকে যুব সমাজের এই ভালো মনের উদ্যোগ নেও সাধারণ মানুষের মাঝে ইফতারি দেওয়া। আজকে এই যুব সমাজ আগামী দিন এই সমাজের মানুষের ভালো কাজ ও নামাজের জন্য আহবান করবে। আজকে আমি খুবি আনন্দিত আজকে এই ইন্টারনেটের যুগে এসেও তারা যে এই মনো ভাব ও সাধারণ মানুষের মাঝে ইফতারি দেওয়ার মত একটা উদ্যোগ নিয়েছে। তারাই এক দিন সমাজ টা কে সঠিক ভাবে চালাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোল্লা রকিবউদ্দীন, সাবেক সভাপতি, হার্রদা ও মীর পাড়া বাইতুল সালাম জামে মসজিদ, উপস্থিত ছিলেন, মো মোইরে উদ্দিন সদস্য মসজিদ কমিটি,মো জহন হোসেন, সদস্য মসজিদ কমিটি, শেখ ঝন্টু সদস্য মসজিদ কমিটি। অনুষ্ঠানে সারবিক সাহয়োগিতা করেন যুব সমাজের সকলেই তাদের নিজ অর্থ দিয়ে একটি সুন্দর ও মনরোম ভাবে অনুষ্ঠান টি পরিচালনা করেন ডাঃ সবুজ মন্ডল ও মো কামাল হোসেন, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় লোক জন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.