নিউজ ডেস্ক

আজ (২২শে মার্চ) নরসিংদী সদর উপজেলা করিমপুর ইউনিয়ন বিএনপি’র উদ্দ্যোগে করিমপুর খেলার মাঠে দোআা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি খাইরুল কবির খোকন ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নরসিংদী সদর আসনের সাবেক সাংসদ খাইরুল কবির খোকন ভিডিও কলে উপস্থিত নেতা কর্মী সহ সকলের মতবিনিময় করেন।ইফতারে আনুমানিক এক হাজারের অধিক রোজাদার ব্যক্তি ইফতারে অংশগ্রহণ করেন।

দোআা ও ইফতার মাহফিল পরিচালনা করেন,করিমপুর ইউনিয়ন বি এন পির সদস্য সচিব, মনিরুল ইসলাম মনির। এসময় উপস্থিত ছিলেন যুগ্ন আহ্বায়ক হালিম মোল্লা, কাউয়ুম শাজাহান, ছাত্র নেতা ইবনে আদিল শশী, ছাত্র দলের নেতা, রাজিবুল করিম,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক, বাবু সরকার, সদস্য সচিব, জোবায়ের খন্দকার, শিশির আহমেদ কাজল, এডভোকেট মোস্তাফিজুর রহমান, ইব্রাহিম সরকার সেপু, মাহমুদ, আমির হোসেন, জামান চৌধুরী, সেন্টু মেম্বার, মো: কাবিল মিয়া প্রমূখ।