
আবদুর রউফ আশরাফ
আবদুর রউফ আশরাফ।। গরীব অনাথ অসহায় মানুষদের কাছে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করলো আল-আনসার ট্রাভেলস ইউকে।
আজ ২৮ মার্চ ২৫’ শুক্রবার, সকাল ১০ টায়, বানিয়াচং উপজেলার হলদারপুর গ্রামে প্রায় লক্ষাধিক টাকার শাড়ী, লুঙ্গি, থ্রী পিছসহ অন্যান্য বস্ত্র ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় কয়েক লক্ষ নগদ অর্থ গরীব দুঃখী অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, হলদারপুর মাদরাসার মুহতামিম মাওলানা, আব্দুশ শহীদ, মাওলানা সিরাজুল হক, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা ওলীউর রহমান, মাওলানা উজ্জল আহমদ, আলহাজ্ব কুতুবউদ্দিন, আলহাজ্ব মনহর আলী, ফরিদ উদ্দীন, এমরান আহমদ, ইমরুল ইসলাম, আল হাবীব, ইমন আহমদ প্রমুখ।
জানা যায়, আল আনসার ট্রাভেলস এর চেয়ারম্যান মোহাম্মদ কাউসার আহমদ, বিভিন্ন সময়ে সামাজিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রমজানে, রমজান ফুড প্যাক, প্রতি ঈদে ঈদ উপহার, শীতকালীন সময়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছেন এবং পাশাপাশি বিভিন্ন গ্রামে মসজিদ নির্মাণ ও মাদরাসায় সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করে আসছেন।