
নরসিংদীতে জুলাই বিপ্লবে যারা প্রথম সাড়িতে কার্যক্রম পরিচালনা করেছে তাদের অন্যতম একজন হলেন নরসিংদীর পলাশের রফিকুল ইসলাম সুজন।সেই কোটা সংস্কার আন্দোলন হতে রাষ্ট্র সংস্কার লড়ায়ে রাজপথের লড়াকু যুদ্ধা রফিকুল ইসলাম সুজন নির্বাচিত হয়েছেন ছাত্র প্রতিনিধি হিসাবে জেলা ক্রীড়া সংস্থার।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অধিনে পরিচালিত জাতীয় ক্রীড়া পরিষদ প্রজ্ঞাপণে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অনুমোদন করেন জাতীয় ক্রীড়া সংস্থার সচিব মো. আমিনুল ইসলাম।
এতে জেলা প্রশাসক মো. রাশেদ হোসেন চৌধুরীকে আহ্বায়ক ও জেলা ক্রীড়া কর্মকর্তাকে সদস্য সচিব করে এই কমিটির অনুমোদন হয়।
এডহক কমিটির অন্যান্যরা হলেন আওলাদ হোসেন মোল্লা,শফিকুল গনি রাজিব, জাহিদুল কবির ভুইয়া, মো. নাজমুল মোল্লা, তৌহিদুর রহমান প্রমূখ।

সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.