বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি

অষ্টগ্রামে আগুনে পুড়ে গেছে ১৫ টি বসত ঘর ও আসবাপত্র, টাকা পয়সা। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া গ্রামের উত্তর হাটির জেলেপাড়ায় মঙ্গলবার বিকালে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ১৫টি বসত ঘর। যার আনুমান ক্ষতিগ্রস্তের পরিমাণ প্রায় কোটি টাকা।

জানা যায়, ইকুরদিয়া জেলে পাড়ার বসত ঘর থেকে একটি বৈদ্যতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস এর একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ে জেলেপাড়ার প্রায় ১৫টি বসত ঘর আগুনের লেলিহানে পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যগণ জহরলাল দাস, অমৃতলাল দাস, বীরেন্দ্র দাস, পঞ্চরানী দাস, ঝন্টু দাস, প্রনব দাস, শুকলাল দাস, প্রবীর দাস, পল্টু দাস, শংকর দাস, মিলন বালা দাস, নিরঞ্জন দাস, হীরালাল দাস।

আগুনের খবর পেয়ে অষ্টগ্রাম উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার দিলশাদ জাহান, অষ্টগ্রাম থানা অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মজনু মিয়া, পূর্ব অষ্টগ্রামের প্যানেল চেয়ারম্যান সুরমা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন।