মোঃ কামরুল ইসলাম খান
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি


ময়মনসিংহের ফুলপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাতায়াতকারী সাধারণ যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায়, ড্রাইভিং লাইসেন্স না থাকা ও ফিটনেসবিহীন গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধের দায়ে ৪ মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে গণপরিবহণ থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধের লক্ষ্যে বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়।
জানা যায়, সড়ক পরিবহন আইন ২০১৮ -এ এসব মামলা করা হয়। এসময় অতিরিক্ত ভাড়া আদায় করা থেকে সবাইকে বিরত থাকতে বলা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এসময় ফুলপুর থানা পুলিশ সাথে ছিলেন।