
রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে বাহার আলী ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা করা হয়।
বুধবার(৯ এপ্রিল) বিকেল ৫ ঘটিকার সময় পাইকপাড়া মাদ্রাসা মাঠে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তারা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কথা ব্যক্ত করেন।বাগমারা সহ উপজেলার সকল ইউনিয়ন গুলোতে মাদকের পরিধি বিস্তারে আইন-শ্রৃঙ্খলা বাহিনীর সূদৃষ্টি কামনা করেন।
এলাকার যুবকদের মাদক থেকে দুরে রাখতে খেলাধুলায় মনোযোগ বাড়াতে আহবান জানানো হয়।মাদক বিরোধী আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, বাগমারার কৃতিসন্তান শিশু সার্জারী বিশেষজ্ঞ ও বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ আলমগীর হোসেন, হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, শুভডাঙ্গা ইউনিয়ন বিট পুলিশিং এর সহকারী এ এস আই আঃ মোমিন,কনস্টেবল জিয়াউর রহমান,হাফেজ আঃ রশিদ,আউচপাড়া ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি এনামুল হক,সাংবাদিক সোহেল রানা,শরিয়তউল্লাহ সজীব,রায়হান সরকার,শামীম হোসেন প্রমূখ।মাদকের বিষয়ে কথা বললে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন,প্রশ্চিম বাগমারা এলাকায় মাদক ব্যপক বিস্তার লাভ করেছে। আমাদের পুলিশকে যে কোনো মাদকের ব্যপারে তথ্য দিলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহন করবো।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.