
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপনে মৃত অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীনকে কুড়িগ্রামের মীর ইসমাইল হোসেন কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। অথচ তিনি মারা গেছেন প্রায় ২ বছর আগে, ২০২৩ সালের ১২ এপ্রিল।
মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে তিনটি আলাদা আলাদা তালিকা প্রকাশ করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৩৫ জন অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়। এর মধ্যে ৩৭ জনের তালিকায় ১৩ নম্বরে কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ পদে জামাল উদ্দীনকে পদায়ন করা হয়। এতে বিস্ময় প্রকাশ করেছেন মৃত অধ্যাপকের স্ত্রী তাহমিনা শবনম।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.