নিউজ ডেস্ক

নরসিংদীতে নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।


দলের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে শুক্রবার জুম্মার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসুল্লিরা খন্ড খন্ড মিছিলসহকারে পৌর শহরের স্বাধীনতা চত্বরে এসে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়।পরে সেখানে সংক্ষিপ্ত এক সভায় হেফাজত ইসলামের নেতৃবৃন্দ ও বিভিন্ন মসজিদের ইমামরা বক্তব্য রাখেন।


এসময় বক্তারা বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন বাতিল এবং ভারত ও ফিলিস্তিনের গাজায় মুসলিম নির্যাতন বন্ধ করতে হবে।


এসময় জেলা হেফাজত ইসলামের সভাপতি, দারুল উলুম দত্তপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা শওকত হোসাইন সরকার, বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, মাওলানা সলিমুল্লাহ খান, মাওলানা মুজিবুর রহমান, যুব নেতা হাসমতুল্লাহ ফরীদী প্রমুখ উপস্থিত ছিলেন।