

নরসিংদী সদর উপজেলাধীন চরাঞ্চলের অন্যতম একটি এলাকা আলোকবালী ইউনিয়ন। আলোকবালী ইউনিয়নের চরমাধবপুর মৌজায় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাষ্ট কর্তৃক জমি ক্রয় করে নৌ পুলিশ ফাঁড়ির ভবন নির্মাণ কাজ চলছে। উক্ত ভবনের চারিদিকেই নদী।
এই প্রত্যন্ত এলাকার নির্মিত নৌ-ফাড়ির মালামাল নির্মানাধীন ভবনের ভিতর হতে চারটি আরএকে সিরামিক এর বেসিন, দুইটি কমোট, বিদ্যুতের তার, সুইচবোর্ড, একটি বৈদ্যুতিক মটর, বিভিন্ন ফিটিংস এবং ভবনের ছাদের উপর হতে একটি পানির ট্যাংকি চুরি করে নিয়া গিয়েছে। যার মোট মূল্য অনুমানিক ১,৫০,০০০/-(একলক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
ফাঁড়ির কেয়ার টেকার মো. জজ মিয়া পাহারারতাবস্থায় শুনতে পান নির্মিত ভবনের সৌন্দর্য বর্ধণের কাচঁ ভাঙার আওয়াজ। ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি মুরাদনগর মধ্যপাড়া গ্রামের মো. আজাদ মিয়ার ছেলে অহিদুলকে দেখতে পেয়ে তাকে আটক করেন। পরে তার কাছ হতে কাশেম মিয়ার ছেলে আয়নুল, তারাচাঁন মিয়ার ছেলে আল আমিন সালাম মিয়ার ছেলে ফারুক মিয়া, আজি মিয়ার ছেলে দিপু, নুরু মিয়ার ছেলে হিমেল সহ কয়েকজনের নাম বের করে এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, মেঘনা নদী বেষ্টিত চরমাধবপুর মৌজায় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট কর্তৃক নৌ-পুলিশ ফাঁড়ির নতুন ভবন নির্মাণের কাজ চলছে।
শুক্রবার বেলা আনুমানিক ৩টার দিকে ৫ থেকে ৬ জনের সংঘবদ্ধ চোর চক্র ভবনের সৌন্দর্য বর্ধনের কাঁচ ভাংচুর করে ভিতরে রক্ষিত বিভিন্ন ধরণের মালামাল-আনুমানিক প্রায় দেড় লক্ষ টাকার মত চুরি করে নিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী জানান, নৌ-পুলিশ ফাঁড়িতে ভাংচুর ও লুটপাট উদ্দেশ্য প্রণোদিত।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ আমার. All rights reserved.