

বাংলাদেশের গণতন্ত্রকামী সকল জনগণ এবং আন্তর্জাতিক বিশ্ব মনেপ্রাণে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে ধারণ করলেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) তা ধারণ করছে না।প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের বিষয়ে পাঠদানের জন্য বস্তুনিষ্ঠ পাঠ্যক্রম তৈরি করতে তাদের উদাসীনতা লক্ষ্যণীয়। পাঠ্যক্রমে বীর শহিদদের আত্মত্যাগের বিষয়গুলো উল্লেখ করতে এনসিটিবির অনীহা দৃশ্যমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে, এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর রবিউল কবীর চৌধুরী এবং সদস্য (পাঠ্যপুস্তক) ড. রিয়াদ চৌধুরী ফ্যাসিস্ট হাসিনার সুবিধাভোগী, দীপু মনি ও নওফেলের ঘনিষ্ঠ হওয়ার কারণে এনসিটিবিতে এখনও ফ্যাসিবাদের দোসররা তৎপর। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট এই দুইজন কর্মকর্তাকে অবিলম্বে এনসিটিবি থেকে অপসারণের দাবি জানাচ্ছি।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, পরবর্তী প্রজন্মকে জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের তাৎপর্য সম্পর্কে অবহিত করার প্রধান দায়িত্ব পালন করতে হবে এনসিটিবিকে। কিন্তু এনসিটিবির কর্তাব্যক্তিরা এখনও ফ্যাসিবাদকে লালন করছে। এনসিটিবি থেকে ফ্যাসিস্টদের বিতাড়িত করতে না পারলে আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো সম্ভব হবে না।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ আমার. All rights reserved.