নিউজ ডেস্ক

সংখ্যালঘু ও নারীদের অধিকারের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকায় ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার (২৭ এপ্রিল) দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা.শফিকুর রহমানের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ঘণ্টাব্যাপী বৈঠক।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্পর্ক আরও এগিয়ে নিতে আলোচনা হয়। নারী অধিকার ও মাইনোরিটি বিষয়ে জামায়াতের অবস্থান জানতে চায় ইইউ। উত্তরে যার যার অধিকার নিশ্চিতের বিষয়ে জামায়াত সচেতন ও সচেষ্ট বলে জানানো হয়।

নির্বাচন ইস্যুতে বিশদ আলোচনায় অবজারভার পাঠানো ও বুথে সিসি ক্যামেরা ব্যবহারের বিষয়ে ইইউ কে অবহিত করে জামায়াত।

প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে যে টাইমলাইন দিয়েছে জামায়াত সেটি সমর্থন করে বলেও ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী।