আবদুর রউফ আশরাফ
নিজস্ব প্রতিবেদক

জাতীয় শিক্ষক ফোরাম হবিগঞ্জ জেলা কাউন্সিল সম্পন্ন; মাওলানা মোস্তফা কামাল সভাপতি, মাওলানা হুমায়ূন কবির সেক্রেটারি। ২৬ এপ্রিল শনিবার, হবিগঞ্জ রাজনগর আইএবি মিলনায়তনে, জাতীয় শিক্ষক ফোরাম হবিগঞ্জ জেলার উদ্যোগে বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষক সমাজের ন্যায্য দাবী আদায়, শিক্ষার সর্বস্তরের ইসলামী শিক্ষা বাধ্যতামূলক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ধর্মীয় শিক্ষক’ পদ সৃষ্টি করার দাবিতে জেলা সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত।

উক্ত সম্মেলনে বক্তব্য দেন, প্রভাষক আর. আই. এম. ওয়াহিদুজ্জামান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,(বরিশাল বিভাগ), জেলা সভাপতি মাওলানা মোস্তফা কামাল খান, ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব মুহিব উদ্দিন আহমদ সোহেল, সেক্রেটারি আলহাজ্ব শামসুল হুদা প্রমুখ। বর্তমান সেশনের জন্য মাওলানা মোস্তফা কামাল খানকে সভাপতি, মাওলানা হুমায়ূন কবীরকে সেক্রেটারি ও ইঞ্জিনিয়ার মানসুর আহমদকে সাংগঠনিক সম্পাদক দিয়ে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।