নিউজ ডেস্ক

নরসিংদীতে মুসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জুলাই-বিপ্লবের শহিদ ডা. মো. সজিব সরকারের নামে নাম করার দাবী উঠিয়েছে জাতীয় নাগরিক পার্টি নরসিংদী জেলা।
৭১ এর স্বাধীনতা যুদ্ধ পরবর্তী স্বৈরাচার একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সব জায়গায় নিজেদের পরিচয় স্থাপন করেছে একচেটিয়া। ২৪ এর বিপ্লব যাতে ফুরিয়ে না যায় তাই দেশে সকল স্থাপত্যে জুলাই বিপ্লবে শহীদের নামে নাম করণের দাবী উঠে।

জুলাই বিপ্লবে শহীদের মধ্যে অন্যতম একজন ছিলেন ডা. সবিজ সরকার। তার স্মৃতি ধারে রাখতে নরসিংদীতে অবস্থিত মুসলেহ উদ্দিন স্টেডিয়ামের নাম জুলাই বিপ্লবে শহিদ ডা. মো. সজিব সরকারের নামে নাম করণ করতে মানববন্ধন করে এনসিপি নরসিংদী।
২৭ এপ্রিল রোববার নরসিংদী উপজেলা মোড় প্রেসক্লাবের সামনে নাম পরিবর্তন করার দাবীতে মানববন্ধন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জজকোর্টের নারী ও শিশু ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ও এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক এড. শিরিন আক্তার শেলি, নরসিংদী জেলা সংগঠক আওলাদ হোসেন জনি, ওমর ফারুক খান, ফারুক মিয়া, ছাত্র নেতা ইমতিয়াজ খান বিলাল, তারেক খন্দকার রেদোয়ান মোল্লা।

সদর উপজেলা প্রতিনিধি আবির আহমেদ, এম এ ফারাবি, পলাশ উপজেলা প্রতিনিধি সাইদুল ইসলাম রাকিবসহ নরসিংদী ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি।

