
বিশ্ব পরিস্থিতির বিবেচনায় যুদ্ধের প্রস্তুতি রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (৩০ এপ্রিল) বুধবার বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক বিশেষ মহড়া ‘আকাশ বিজয়-২০২৫’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, পৃথিবীতে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি। সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভব ব্যাপার। ভারত-পাকিস্তান যুদ্ধ হয় হয় অবস্থা। এই পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেয়াটা আত্মঘাতী।
মহড়া শেষে দিকনির্দেশনামূলক বক্তব্যে যুদ্ধে পরাজয়ের কোন অপসন নেই মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে বাংলাদেশ বিমান বাহিনী।
নিরাপদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য বিমান বাহিনীর প্রশংসা করেন প্রধান উপদেষ্টা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, র্যাডার ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ সংশ্লিষ্ট ইউনিটগুলো মহড়ায় অংশগ্রহণ করে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.