
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বিশ্ববাজারের সাথে সমন্বয় করে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে। মে মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটার প্রতি ১ টাকা কমিয়েছে সরকার। প্রাইসিং ফর্মুলার আলোকে মে মাসের জন্য দাম ঘোষণা করে জ্বালানি বিভাগ।
ডিজেল ও কেরোসিন প্রতি লিটার ১০৫ টাকা থেকে এক টাকা কমিয়ে ১০৪ টাকা, অকটেন ১২৬ টাকা থেকে এক টাকা কমিয়ে ১২৫ টাকা এবং পেট্রল ১২২ টাকা থেকে কমিয়ে ১২১ টাকা করা হয়েছে ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.