

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আজ সমাবেশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই কর্মসূচির দিয়েছে দলটি।
আজ (২ মে) শুক্রবার বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সমাবেশে বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে। গত শনিবার রাজধানীর একটি অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এনসিপির চতুর্থ সাধারণ সভায় এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই সভায় সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্যসচিব আখতার হোসেন। সভায় সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কাউন্সিল সংগঠনের নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে।
সেই সঙ্গে সিদ্ধান্ত বাস্তবায়নে একটি ‘নির্বাহী কাউন্সিল’ গঠনের কথাও জানানো হয়েছে, যার কার্যকারিতা তিন মাস পর পর মূল্যায়ন করে পুনর্গঠন করা হবে।
এছাড়া, দলীয় গঠনতন্ত্র প্রণয়নের জন্য পাঁচ বা ততোধিক সদস্যবিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে, যাদের আগামী এক সপ্তাহের মধ্যে একটি খসড়া গঠনতন্ত্র প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2025 দৈনিক বাংলাদেশ আমার. All rights reserved.