কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির দুই নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এরা হলেন—কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মামুন মিয়া ও সংগঠক রিয়াদ আহমেদ উল্লাস।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন এই দুই নেতাকে বহিষ্কারের একটি নোটিস নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। নোটিসটিতে ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্সের স্বাক্ষর রয়েছে। বহিষ্কারের নোটিসে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সকল কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন সাংবাদিকদের বলেন, ‘কিছু সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি বড় সংগঠন। ফলে বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের ছেলে নানা উদ্দেশ্যে ঢুকে পড়ে। আগামীতেও কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, চলতি বছরের ৬ ফেব্রæয়ারি সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরে ৩২১ সদস্যের কিশোরগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.