
আবদুর রউফ আশরাফ
অভ্যন্তরীণ বোরা ধান সংগ্রহ ২০২৫’র আওতায় সারাদেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।
বুধবার (০৭ মে) উপজেলা সংগ্রহ কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী’র সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে ভাগ্যবান কৃষকদের নির্বাচন করা হয়। তাদের কাছ থেকে ১হাজার ৪শ ৪০ টাকা মণ দরে ধান কেনা হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয় করার জন্য উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশক্রমে লটারির মাধ্যমে নির্বাচন করা হচ্ছে কৃষকদের।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ এনামুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাইফুল আলম সিদ্দিকী, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস শহিদ মাহবুব, উপজেলা যুবদল নেতা, এস এম সোহেল আহমদ, ছাত্র নেতা ইয়াজ উদ্দিন রাসেল, জাবেদ আহমদ, উপজেলার বিভিন্ন অফিসারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাযায়, চলতি মৌসুমে উপজেলায় বোরো ধান সংগ্রহ অভিযানে ৩৬ টাকা কেজি দরে সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৫৬ মেট্টিক টন।
লক্ষ্যমাত্রার সবটুকু ধান লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে।
উপজেলার ১৫টি ইউনিয়নের কৃষকদের বৈধভাবে অনলাইনে আবেদনকৃতদের মধ্য থেকে লটারির মাধ্যমে ২ হাজার ৮শত ৬১ জন কৃষকের তালিকা থেকে ১হাজার ১শ ৪ জন কৃষক নির্বাচন করা হয়। নির্বাচিত প্রতিজন কৃষকের কাছ থেকে ২ মেট্টিক টন করে ধান ক্রয় করা হবে।

