
বেলুচিস্তানের বিদ্রোহী দলের নেতা মীর ইয়ার বালুচ বেলুচিস্তানকে ‘স্বাধীন রাষ্ট্র’ বলে ঘোষণা করলেন । পাকিস্তানের হাত থেকে নিজেদের ভূখণ্ডকে স্বাধীন করে নেওয়ার দাবি করেছেন তিনি। এমতাবস্থায় সমগ্র বিশ্বের মধ্যস্থতাও দাবি করেছেন তিনি।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বেলুচিস্তানের পরিচিত নেতা মীর ইয়ার বালুচ জোর দিয়ে বলেছেন, বেলুচিস্তান কখনই পাকিস্তানের অংশ ছিল না। তিনি পাকিস্তান সরকারের বিরুদ্ধে কয়েক দশক ধরে চলা বিমান বোমাবর্ষণ, জোরপূর্বক গুম এবং গণহত্যার অভিযোগ তুলে ধরেন এবং ভারতীয় গণমাধ্যমকে অনুরোধ করেন যেন বেলুচিস্তানিদের পাকিস্তানের নিজস্ব মানুষ বলে না উল্লেখ করা হয়।
একটি সাক্ষাৎকারে স্বাধীনতা সম্পর্কিত প্রশ্নের জবাবে মীর ইয়ার বালুচ বলেছিলেন, আমরা ইতিমধ্যেই ১১ আগস্ট ১৯৪৭ সালে আমাদের স্বাধীনতা ঘোষণা করেছি, যখন ব্রিটিশরা উপমহাদেশ ত্যাগ করছিল। বেলুচিস্তান স্বাধীনভাবে তার জাতীয় পরিচয় ঘোষণা করেছিল।
ভারতের সংবাদমাধ্যম ও বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রিয় ভারতীয় দেশপ্রেমিক মিডিয়া, ইউটিউব কমরেডরা এবং ভারতের সুরক্ষার জন্য লড়াই করা বুদ্ধিজীবীরা, অনুগ্রহ করে বেলুচিস্তানিদের পাকিস্তানের অংশ হিসেবে উল্লেখ করবেন না। আমরা পাকিস্তানি নই, আমরা বেলুচিস্তানি। পাকিস্তানের নিজস্ব মানুষ হল পাঞ্জাবি জনগণ, যারা কখনও বিমান বোমাবর্ষণ বা গণহত্যার শিকার হয়নি।
সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে মীর ইয়ার বালুচ দাবি করেন, বেলুচিস্তান এবং তার জনগণ ভারতের পাশে রয়েছে। তিনি বলেন, ডেমোক্রেটিক রিপাবলিক অফ বেলুচিস্তানের জনগণ ভারতের জনগণের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানাচ্ছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.