
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হবার জের ধরে আজ ৩য় দিনের মতো অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সদর উপজেলার নাটাই এলাকায় এসব ভাংচুর অগ্নি সংযোগের ঘটনা ঘটে। বাড়ীঘর ছেড়ে এলাকাবাসী নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, দীর্ঘদিনের গোষ্ঠিগত দ্বন্ধের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার সংর্ষের সময় চান্দের গোষ্টির একজন নিহতের ঘটনায় চান্দের গোষ্টির লোকজন প্রতিপক্ষ সলিমের গোষ্টির লোজনের ১০/১২ টি বাড়ী ঘরে হামলা ও অগ্নি সংযোগ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রেণে সেনা বাহিনীর সহায়তা নেয়া হয়েছে। এপর্যন্ত এক জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.