
কিশোরগঞ্জের ইটনায় বজ্রপাতে নিরোধ দাস (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ শুক্রবার ১৬ মে দুপুরে উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং নয়া হাটি গ্রামে ধানের খলায় বজ্রপাতের এই ঘটনা ঘটে। নিহত নিরোধ দাস ঐ গ্রামের মৃত বিস্নু দয়াল দাসের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে বাড়ীর সামনে নিজেদের ধানের খলায় খড় শুকানোর কাজ করতে ছিল এমন সময় হঠাৎ বৃষ্টি সহ বজ্রপাত শুরু হয়। নিরোধ দাস দৌড়ে বাড়ীর দিকে রওয়ানা হলে আকস্মিক তার শরীরে বজ্রপাত আঘাত হানে এবং ঘটনাস্থলেই তিনি নিহত হয়।
ইটনা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাফর ইকবাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ীর খলায় কাজ করার সময় বজ্রপাতে একজন নিহত হয়েছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.