
বাগেরহাটের রামপালে খাবারের ভেতর চেতনানাশক খাইয়ে মুক্তিযোদ্ধা আ. মান্নানসহ তার পরিবারের সদস্যদের অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর অসুস্থ তিন সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় কোন অভিযোগ হয়নি।
জানা গেছে, উপজেলার ঝনঝনিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা সেখ আ. মান্নান (৭৩), তার স্ত্রী মমতাজ বেগম (৬০) ও তার ছেলে সেখ তানভীর ইসলাম (৩৫) গত বুধবার (১৪ মে) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা আ. মান্নানের মেয়ে ডায়না সকাল অনুমান সাড়ে ৭ টায় বাড়ীতে মায়ের কাছে ফোন দেন।
তিনি ফোন না ধরায় পিতা মান্নানকে ফোন দেন। কেউ ফোন না ধরায় তার সন্দেহ হয়। এ সময় তিনি বাড়ীতে এসে দেখেন ঘরের দরজা জানালা সব খোলা। এ সময় পিতা, মাতা ও ভাইকে অজ্ঞান অবস্থায় দেখে ডাক চিৎকার দিলে পাশের বাড়ির লোকজন ছুটে এসে দ্রুত সবাইকে হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে আ. মান্নান ও তার স্ত্রী মমতাজের শারিরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ছেলে তানভীর ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্বৃত্তরা ঘরে থাকা ৫০ হাজার টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত রামপাল থানায় কোন অভিযোগ হয়নি।
তবে আ. মান্নানের বড় ছেলে সেখ মানঞ্জুরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পরিবারের সদস্যদের চিকিৎসার কারণে ব্যাস্ত থাকায় রামপাল থানায় অভিযোগ করা সম্ভব হয়নি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.