
মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামে যৌথবাহিনীর অভিযানে ১৭ ই মে শনিবার রাত ১:৩০ মিনিটের সময় ফুল মিয়ার বাড়ি থেকে ১৪ পিস ইয়াবা,১ কেজি ৩০০ গ্রাম গাজা,২ টি দেশীয় অস্ত্র রামদা,দুটি হেলমেট, নগদ৩৫ হাজার টাকা সহ ৪ জন কে গ্রেফতার করা হয়।গ্রেফতার কৃতরা হলেন, ফুল মিয়া (৪৫),আলামিন (২৮),নজরুল মিয়া (৩৮),মো: অন্তর (১৮)।
জানা যায়,ঘটনার রাতে গোপন সংবাদের ভিওিতে মিঠামইন সেনা নিবাসের ক্যাপ্টেন, মো:আবদুল্লাহ আল কাফি,২৭ আরই ব্যাটা:এর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের ফুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ফুল মিয়া সহ তার সহযোগীদের মাদক ও দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেন।পরে আটক কৃতদের উদ্ধার কৃত মাদক ও দেশীয় অস্ত্র, গাঁজা ও নগদ অর্থ সহ মিঠামইন থানায় হস্তান্তর করা হয়।
মিঠামইন থানার ওসি আলমগীর কবির জানান,গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদি এস,আই আনোয়ার হোসেন। দীর্ঘ দিন যাবৎ তারা মাদক সেবন সহ ব্যাবসা করে বলে জানা যায়।
বার্তা প্রেরক
বিজয় কর রতন দৈনিক সমকাল মিঠামইন কিশোরগঞ্জ মোবাইল:০১৭২৪৩৬২৭৪৪
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.