
মিঠামইন উপজেলার ঘাগড়া বাজারখানী উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে দ্বিতীয় বৃহওম বাজার। এ বাজারের অন্ততঃ ৪ শতাধিক বিভিন্ন ব্যাবসায়ী রয়েছে। এছাড়াও একটি ব্যাংক সহ আবাসিক স্হাপনা রয়েছে কয়েকটি। এসকল স্হাপনার মধ্যে বেসরকারি ব্যবস্হাপনায় বিভিন্ন এন,জিও ও ডার্চ বাংলা ব্যাংক,ব্যাংক এশিয়া,ডিএসকে,কার্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে।
কিছু জায়গায় ড্রেনেজ ব্যাবস্হা থাকলেও সে গুলো অকেজো।অন্যান্য স্হানে রাস্তার পাশে পানি নিসকাশনের কোনো ব্যাবস্হা নেই।১০ মিনিটের বৃষ্টিতেই বাজারের মূল সড়ক তলিয়ে ব্যাবসায়ীদের দোকানে পানি ডুকে পড়ে।বৃষ্টি শুরু হলে ব্যাবসায়ীরা দোকান বন্ধ করে চলে যায়।
এ-দৃশ্য এখন নিত্যদিনের এখন বর্ষা মৌসম,প্রায় প্রতিদিনই এরকম ঘন্টা ব্যাপী বৃষ্টি হলে ব্যাবসায়ীদের দুর্ভোগের সীমা থাকবে না।ব্যাবসায়ী নরু মিয়া,ডা: রফিক মিয়া,রিপন মালাকার জানান,বৃষ্টি হলে দোকানে পানি ডুকে। তখন আর দোকান খোলা সম্ভব হয়নি।
বৃষ্টি শেষে পাইপ লাগিয়ে পানি সরাতে হয়।পানি সরানোর কোনো উদ্যোগ না নিলে অন্তত:১ সপ্তাহ লাগবে এ পানি সরতে। ততোদিন দোকান বন্ধ রাখতে হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে ব্যাবসায়ীরা অবগত করছেন।ঘাগড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক রতন শিকদার জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা সরজমিনে পরিদর্শন করেছেন।আমরা ড্রেন করার দাবি জানিয়েছি।
উপজেলা প্রকৌশলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,বিকালে আবহাওয়া ভালো থাকলে আজই আসবো। সরজমিনে অবস্থা দেখে ব্যাবস্হা নেওয়া হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.