
বাগেরহাটের ফকিরহাটের কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাফর আহমেদের নির্দেশনায় কাটাখালি হাইওয়ে থানার একটি চৌকস টিম ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬), এর একটি দল শুক্রবার (৩০ মে) বিকাল ৪ টা থেকে ৬ টা ৩০ মিনিট পর্যন্ত ঈদ কে সামনে রেখে জনসাধারণের জান মালের নিরাপত্তায় যৌথ অভিযান ফকিরহাটের কাটাখালি চৌরাস্তা মোড়ে পরিচালনা করে।
বিভিন্ন ধরনের সন্দেহ মূলক যানবাহনের কাগজপত্র সহ তল্লাশি করা হয় যেমন মোটরসাইকেল, প্রাইভেটকার, ট্রাক, গনপরিবহন, কোরবানির ঈদকে সামনে রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেন জানিয়েছেন কাটাখালি হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মোঃ জাফর আহমেদ।
তিনি আরো বলেন রাত দিন ২৪ ঘন্টায় আমাদের হাইওয়ে টিম রাস্তায় রয়েছে যেকোনো ধরনের দুর্ঘটনা কিংবা যে কোন ধরনের চোরাচালান রোদে আমরা সর্বদাই জনগণের সেবায় সক্রিয় রয়েছি, এ অভিযানে উপস্থিত ছিলেন কাটাখালি হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ মিরাজ, এসআই সাখাওয়াত , এএসআই খাইরুল , কনস্টেবল তুহিন, হাসান, নকিব প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.