
বাগেরহাটের ঐতিহ্যবাহী চুলকাটি বাজারে অবস্থিত চুলকাটি প্রেসক্লাবে খুলনা আই হসপিটাল এর উদ্যোগে দিনব্যাপী চক্ষু শিবির সেবা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জৃন) সকাল ১০ টা থেকে দুপুর ২টা ৩০মিনিট পর্যন্ত সেবা প্রদান করেন। ২০ টাকা নিবন্ধন ফ্রি নিয়ে চক্ষু বিশেষজ্ঞ খুলনা কমিউনিটি আই হসপিটালের ডাক্তারেরা চক্ষু শিবিরে একশত ৪৫ জন দুঃস্থ ও অসহায় চক্ষু রোগীকে চিকিৎসা সেবা এবং ওষুধ দেওয়া হয়।
খুলনা কমিউনিটি আই হসপিটাল এর মাকেটিং ম্যানেজার উম্মে জাকিয়ার পরিচালনায় চক্ষু শিবিরের নিবন্ধন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাকেটিং অফিসার মাকেটিং অফিসার মিজানুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ, অমিতকর বিলাস"সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। খুলনা কমিউনিটি আই হসপিটাল এর ডা. মাসুম বিল্লাহ (পিজিটি) রোগীদের চিকিৎসা এবং ওষুধ প্রদান"সহ স্বল্প মূল্যে রোগীদের চশমা বিতরণ করেন। অস্ত্রোপচারের জন্য ৬ জনকে নির্বাচিত করেন।
চুলকাটি প্রেসক্লাবে চিকিৎসা নেওয়া স্থানীয় রোগীরা জানান, দীর্ঘদিন পর আমরা চক্ষু শিবিরে সেবা পেয়ে খুব-ই আনন্দিত। পরবর্তীতেও যেন এ ধরণের সুযোগ সুবিধা ও সেবা পেতে পারি এমন আশা ব্যক্ত করেন। খুলনা কমিউনিটি আই হাসপাতালে ম্যার্কেটিং অফিসার উম্মে জাকিয়া বলেন, ৬ জনকে প্রাথমিক ভাবে ভর্তি করা হয়েছে পর্যায়ক্রমে তাদেরকে অপারেশন করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.